শিরোনাম

“এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সবার ঐক্য”: ধর্ম বিষয়ক উপদেষ্টা

Views: 7

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সংস্কার শেষে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তবে, এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সবার ঐক্য। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা।”

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশালের ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। এ অধিকার ক্ষুণ্ন করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে। সরকার কোনো অতিথিকে বিনা পয়সায় হজ করতে পাঠাবে না। কেবল হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই যাবেন।”

তিনি আরও জানান, “ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতন কাঠামো তৈরি হচ্ছে এবং দুটি উৎসব বোনাস প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। কল্যাণ ট্রাস্টের অর্থ ইমাম-মুয়াজ্জিনদের সুবিধার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ইমামদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণ প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ শেষে ছোট ব্যবসা করে আয় বৃদ্ধি করতে পারেন। এটি ইবাদত বলেই বিবেচিত হবে।”

ক্যান্সার, লিভার সিরোসিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ইমামদের এককালীন অনুদানের ব্যবস্থাও করা হয়েছে।

বিশেষ উদ্যোগ: ইমাম মিনারেল ওয়াটার প্রকল্প
ধর্ম উপদেষ্টা জানান, “আমরা ‘ইমাম’ নামে একটি মিনারেল ওয়াটার প্রকল্প শুরু করার পরিকল্পনা নিয়েছি। এর লাভ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ তহবিলে জমা হবে।”

মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত গ্রহণের কার্যক্রম চালু করা হয়েছে, যা শিগগিরই পুরোপুরি কার্যকর হবে। যাকাত সংগ্রহে ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাজে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার
সবশেষে ধর্ম উপদেষ্টা বলেন, “সব ধর্মের মানুষের অধিকার সমান। বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে হানাহানি থাকবে না। দেশের জন্য এ ঐক্য গুরুত্বপূর্ণ।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *