বরিশাল অফিস: পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সকাল ছয় টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় জনতা ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিতে আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান বলেন, আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সঃ) জন্মদিন। এমন একটি ফজিলত পূর্ণ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও জন্মদিন। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য ফযিলত ও রহমত।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য যুবলীগ সভাপতি শাজাহান সিরাজ, পটুয়াখালী জেলা পরিষদ সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, রিয়াজ শিকদার, মামুন খান, ইব্রাহিম খলিল, শামসুল কবির নিশাত, ইয়াসমিন ফারুক, মাহমুদ হাসান রুবেল প্রমুখ।