শিরোনাম

 কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা

Views: 10

ভোলার মনপুরা উপজেলায় সরিষা চাষিরা সঠিক সময়ে বীজ না পেয়ে বিপাকে পড়েছেন। কৃষি বিভাগের অবহেলার কারণে তাদের চাষাবাদে বড় ধরনের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

সরিষার মৌসুমে, নভেম্বর মাসে বীজ বপনের সময় ছিল, যখন মাটি ছিল নরম এবং ফলনের সম্ভাবনা ছিল ভালো। কিন্তু এবছর মনপুরা উপজেলা কৃষি বিভাগ সরিষার বীজ বিতরণ শুরু করেছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, যা চাষিরদের জন্য বড় এক সমস্যার সৃষ্টি করেছে। কৃষকরা এখনো সরিষা বপন করছেন, কিন্তু দেরিতে বপনের কারণে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে এবং লোকসানের সম্ভাবনাও তৈরি হয়েছে।

এছাড়া কৃষকরা অভিযোগ করছেন, যাদের প্রকৃতেই প্রণোদনা পাওয়ার যোগ্য, তাদের অনেকের নাম তালিকায় নেই। পাশাপাশি, কিছু কৃষকের নাম রয়েছে যারা যোগ্য নয়, কিন্তু তারা প্রণোদনা পেয়েছেন।

হাজির হাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের কৃষকরা জানান, তারা নভেম্বর মাসের মধ্যে সরিষার বীজ বপন করতে পারলেই ফলন ভালো হতো এবং রোগবালাইয়ের আক্রমণও কম হতো। কিন্তু কৃষি বিভাগের দেরিতে বীজ বিতরণের কারণে এখন পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আহসান তাওহীদ বলেন, তারা ২০০ কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ করছেন, যা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে। তবে, তিনি এ অভিযোগ অস্বীকার করেন যে কৃষি বিভাগ কৃষকদের সময়মতো বীজ বিতরণ করেনি।

এ বছর মনপুরা উপজেলায় প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও, এখন পর্যন্ত প্রায় ২,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *