শিরোনাম

“শহীদরা শহীদ, তাদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না: আদিলুর রহমান”

Views: 6

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শহীদরা শহীদ এবং তাদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। তিনি শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, শহীদদের সম্মান দেওয়া আমাদের সম্মানের বিষয় এবং এটি আমাদের দায়িত্ব। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার দৃশ্যমান করার কাজটি মেয়রদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এবং শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আন্ডারপাসও নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “যারা অন্যায়, অবিচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দিয়েছেন, তাদের স্মরণ আমাদের কর্তব্য।” আদিলুর রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম যেন শহীদদের ত্যাগ ও সংগ্রামের কথা মনে রাখতে পারে, সেজন্যই এই উদ্যান ও উড়াল সেতু উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই স্মৃতিস্তম্ভগুলো জনগণের মনে একটি শক্তিশালী প্রেরণা সৃষ্টি করবে।

উপদেষ্টা আরও বলেন, উদ্যানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কোনো গোষ্ঠীর একক ব্যবহারের জন্য নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করা হবে এবং সবার সহযোগিতায় এটি বাস্তবায়ন সম্ভব হবে। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, “এটি আমাদের নজরে আছে এবং আমরা এ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কাজ করছি।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পাঁচলাইশ এলাকার ঐতিহ্যবাহী পার্কটি এখন নতুনভাবে সাজানো হয়েছে এবং এটি বর্তমানে একটি নান্দনিক জায়গায় পরিণত হয়েছে। তিনি বলেন, “আমরা একসাথে কাজ করছি এবং চট্টগ্রামকে আরও সুন্দর, ক্লিন ও গ্রিন সিটি করতে চাই। পতেঙ্গাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, এবং এই প্রকল্পের জন্য সবার সহযোগিতা দরকার।”

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “যারা জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের নয়জন শহীদদের জীবন দিয়েছেন, তাদের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সরকার কাজ করছে।” তিনি আরও জানান, বর্তমানে যে পার্কগুলো অবৈধ দখলদারদের হাতে ছিল, সেগুলো উদ্ধার করা হবে এবং ইতিমধ্যে ডিসি পার্কের ১৯৪ একর জায়গা মাদকের আস্তানা থেকে রক্ষা করা হয়েছে। তিনি জানান, পতেঙ্গার জৌলুস ফিরে আনার জন্য সিডিএ, সিটি করপোরেশন ও জেলা প্রশাসন একযোগে কাজ করছে।

এর আগে, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা পতেঙ্গায় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *