শিরোনাম

রাজনৈতিক বিরোধে লিপ্ত হওয়া নিয়ে ফখরুলের মন্তব্য: গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

Views: 8

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি।” তিনি উল্লেখ করেন যে, দেশে গণতন্ত্রের কথা বলা হলেও, গণতন্ত্র চর্চা করা হচ্ছে না। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এতে আমাদের এগিয়ে যেতে হবে, তবে সহনশীলতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, বরং দিনকে দিন গণতন্ত্র হত্যার কাজ হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সহনশীলতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, শুধুমাত্র তাতে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

এ সময় মির্জা ফখরুল আলমগীর বলেন, “কী দুঃখজনক বিষয় যে, আমরা দীর্ঘ ১৫ বছর ধরে ভোট দিতে পারিনি। প্রজন্মের পর প্রজন্ম ভোটের মুখ দেখেনি। তারা জানে না ভোট কি।” তিনি আরও দাবি করেন, “এই সময়ের মধ্যে ফ্যাসিবাদী শক্তি দেশের ক্ষমতা দখল করে মানুষের উপর ভয় এবং নিপীড়ন চালিয়েছে, দেশের সম্পদ লুট করেছে। গত ১৫ বছরে প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে।”

**অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত বক্তারা**

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রফেসর জাহেদা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার এবং প্রফেসর মো. ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে সাবেক শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও ছিল।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এবং সুনাম অর্জন করেছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *