শিরোনাম

  চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই অধিনায়ক, সাকিবকে চান ফারুক

Views: 9

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নামেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও কিছু দিন আগে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছিলেন, তবে ওয়ানডে ফরম্যাটে তাকে অধিনায়ক হিসেবে রাখা হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচ চলাকালে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, “শান্ত এখনও দলের অধিনায়ক থাকবে। তার অধিনায়কত্বের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল না, আমরা মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে অধিনায়ক থাকবে। শান্তর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।”

ফারুক আহমেদ আরও যোগ করেন, “শান্ত আগেই জানিয়েছিল যে, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে কমফোর্টেবল নন। তাই আমরা টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়কের কথা চিন্তা করছি। তবে, টি-টোয়েন্টি খুবই দূরে, তাই বর্তমানে সেটা নিয়ে চিন্তা করার সময় নয়।”

এদিকে, সাকিব আল হাসান প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “সাকিব এখনও অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিত, তাহলে আমি বলতাম, সে আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চায়। সাকিবকে নিয়ে আমরা আরও একটি চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এর উপযুক্ত সিদ্ধান্ত নিব।”

বাংলাদেশ দলের জন্য ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে শান্তর নেতৃত্বে বাংলাদেশের দল লড়বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সাকিব আল হাসানও চূড়ান্তভাবে দলে থাকবেন কিনা, তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *