শিরোনাম

অঞ্জনা আপার এভাবে চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে: শাবনূর

Views: 8

ঢালিউডের অন্যতম সফল অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান শুক্রবার দিনগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বয়স সত্তর পেরোলেও তিনি চিরকাল যুবতী ছিলেন তার অভিনয়, গ্ল্যামার, ফ্যাশন সেন্স, এবং নৃত্যে পারদর্শিতার জন্য। তার অকাল মৃত্যুতে ঢালিউড শোকাহত।

অঞ্জনা রহমান, যিনি আশির দশকে লেডি সুপারস্টার হিসেবে খ্যাতি লাভ করেন, তার নামের সাথে অনেক সুপারহিট সিনেমা যুক্ত রয়েছে। অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি, যেগুলি আজও সিনেপ্রেমীদের মনে অমলিন। তার কাজের প্রতি নিষ্ঠা ও একনিষ্ঠতা তাকে অনেক বছর ধরে শীর্ষস্থানীয় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শুধু অভিনয় নয়, তিনি তার নৃত্যগুণের মাধ্যমে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানান ঢালিউড কুইন শাবনূর। শাবনূর তার ফেসবুকে লিখেছেন, “আমার অগ্রজ সহকর্মী, জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী শ্রদ্ধেয় অঞ্জনা রহমান আর আমাদের মাঝে নেই।” শাবনূর তার অঞ্জনার সাথে জন্মদিনে তোলা কিছু ছবি শেয়ার করে, অঞ্জনাকে তার শুভেচ্ছা জানিয়েছিলেন। মৃত্যুর ক’দিন আগেও কাজ করছিলেন অঞ্জনা, আর অনুষ্ঠানগুলিতে তার স্বভাবসুলভ কারিশমায় সবাইকে মুগ্ধ করতেন।

অঞ্জনার মৃত্যু ঢালিউডের এক অপূরণীয় ক্ষতি। তিন শতাধিক সিনেমায় অভিনয় করা এই গুণী শিল্পীর বিদায়ে সবার হৃদয় ভেঙে গেছে। তার আত্মার শান্তি কামনা করেন শাবনূর ও অন্য শিল্পীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *