Views: 11
ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে তার উত্তরা চার নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার মামলা রয়েছে।
মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”