শিরোনাম

জেসিআই বরিশালের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে নকিবুল হক

Views: 9

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের বরিশাল চ্যাপ্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল চ্যাপ্টারের ২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে নকিবুল হক নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল চ্যাপ্টারের মেন্টর স্টিভ বেনেডিক্ট ডি’সিলভা।

প্রধান আয়োজন ও নির্বাচনের প্রক্রিয়া:

সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট জামিল খান বিগত বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ২০২৪ ভাইস প্রেসিডেন্ট বিপ্লব ঘোষ রাহুল।

নকিবুল হকের নেতৃত্বে নতুন বোর্ডে ১২ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন বোর্ডের সদস্যরা হলেন:

লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট: ইশতি আহমেদ

ভাইস প্রেসিডেন্ট: মইনুল আলম চৌধুরী ও জয়ন্ত ভূষণ রায়

লোকাল সেক্রেটারি জেনারেল: ইমাম মেহেদী

লোকাল ট্রেজারার: আসাদ ইকবাল

লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিলর: লিপি ঘোষ

লোকাল কমিটি চেয়ার: নিশাত জাহান

লোকাল ডিরেক্টর: নাঈম সালেহীন, প্রীতি দেবনাথ ও ইসরাত জাহান

সভা শেষে শপথপাঠের মাধ্যমে নবনির্বাচিত বোর্ড সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন। শপথ পাঠ করান সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট নকিবুল হক।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *