শিরোনাম

জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: উপদেষ্টা মাহফুজ আলম

Views: 10

জুলাই ঘোষণাপত্র কবে ও কীভাবে পাঠ করা হবে তা নিয়ে আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, এই ঘোষণাপত্রটি সংশ্লিষ্ট সব পক্ষের পরামর্শেই তৈরি করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

“ঘোষণাপত্রে ফ্যাসিবাদবিরোধীদের অবদান স্বীকার করা হবে”

মাহফুজ আলম বলেন, “জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু সময় লাগছে। তবে খুব বেশি দেরি হবে না। আগামী সপ্তাহ থেকে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে অফিশিয়াল আলোচনা শুরু করবে। ঘোষণাপত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবার অবদান স্বীকার করা হবে।”

তিনি আরও যোগ করেন, ৭২ এর সংবিধানের পুনরুদ্ধার নিয়ে ঐক্যমত্য তৈরির জন্য সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

গণআন্দোলনের সবার সঙ্গে আলোচনা

উপদেষ্টা বলেন, এই ঘোষণাপত্র শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে না। গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং সব অংশীজনদের সঙ্গেও আলাপ করা হবে। “সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না,” উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, ঐতিহাসিক এই প্রোক্লেমেশন দেশের গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে একটি মাইলফলক হয়ে উঠবে।

“”মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম””

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *