শিরোনাম

বরিশালে বাজার ছেড়ে সড়ক দখল, ভোগান্তি সাধারণ মানুষের

Views: 11

বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত সড়ক পোর্টরোডে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সড়ক দখল করে বসে আছেন, ফলে চলাচলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। পোর্টরোড, বাংলা বাজার ও চৌমাথা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ ধরনের অস্থায়ী বাজার বসানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বরিশাল নগরীর পোর্টরোডে মূল সড়কে প্রায় ২০০ ভ্রাম্যমাণ ব্যবসায়ী মাছ, সবজি, কাঁচামালসহ বিভিন্ন পণ্য বিক্রি করছেন। এসব ব্যবসায়ী সড়কটির দুই পাশে দোকান স্থাপন করলেও, বাজারের মূল জায়গায় বসার পরিবেশ না পাওয়ায় তারা রাস্তার উপরে বসতে বাধ্য হচ্ছেন। এতে সড়কটি দখল হয়ে যানজট বৃদ্ধি পাচ্ছে, এবং চলাচলে অসুবিধা হচ্ছে যাত্রীদের।

নগরীর বাসিন্দারা ও ব্যবসায়ীরা জানান, সড়ক দখল করে বসা বাজারের কারণে শুধু যানজটই নয়, সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে। এক ব্যবসায়ী বলেন, “আমরা লাখ লাখ টাকা দিয়ে দোকান নিয়েছি, কিন্তু সড়কে বাজার বসানোর কারণে আমাদের ব্যবসা করতে পারছি না।”

এছাড়া অভিযোগ রয়েছে যে, পোর্টরোডের ঘাট ইজারা দারদের মধ্যে একটি সিন্ডিকেট রয়েছে, যারা এই ভ্রাম্যমাণ বাজার বসিয়ে লাভবান হচ্ছে। ২০২৩ সালে সিটি নির্বাচনের পর পোর্টরোড ঘাটের ইজারা পরিবর্তিত হয় এবং বর্তমানে ইজারাদার হিসাবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ নেতা খান হাবিব।

বরিশাল সিটি করপোরেশন জানিয়েছে, তারা নিয়মিত অভিযান চালাচ্ছে, তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষের মতে, ম্যাজিস্ট্রেটের অভাবে কিছু সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, “আমরা পোর্টরোডের সড়ক দখল নিয়ে দ্রুত পদক্ষেপ নেব। তবে বিআইডব্লিউটিএরও এখানে সক্রিয় হতে হবে।”

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএর উচিত সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যাতে জনগণের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *