শিরোনাম

কক্সবাজার সৈকতের ঝাউবনে খুলনার কাউন্সিলরকে গুলি করে হত্যা

Views: 9

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সৈকতের সুগন্ধা ও সি-গাল পয়েন্টের মাঝখানে এই হত্যাকাণ্ড ঘটে। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে কাউন্সিলর গোলাম রব্বানীকে গুলি করে পালিয়ে যায়।

নিহতের পকেটে পাওয়া এনআইডি তথ্য অনুযায়ী, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এবং খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী টিপু নামে পরিচিত ছিলেন। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান আরও জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে গোলাম রব্বানীকে গুলি করে। গুলি তার মাথার এক পাশ দিয়ে লেগে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশাচালক সালাম জানিয়েছেন, সিগাল পয়েন্টের কাঠের ব্রিজের কাছে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। লোকজন ছুটে পালিয়ে যায়। তিনি সাহস করে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন এবং অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া, গোলাম রব্বানী কক্সবাজারে কখন এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *