শিরোনাম

বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

Views: 7

বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিব রাজিব (৪৭)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে রাজিব আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।

রাজিবের বোন শাহীনা আজমিন জানিয়েছেন, তার ভাইয়ের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পুরোনো বিরোধ ছিল। এ কারণেই সেই ব্যক্তি এবং একজন অজ্ঞাত সঙ্গী রাজিবের ওপর হামলা চালিয়েছে।

চিকিৎসকদের মতে, রাজিবের হাতে, পায়ে এবং বুকে প্রায় ১২টি আঘাত রয়েছে। অবস্থার গুরুতর অবনতির কারণে দ্রুত ঢাকায় পাঠানো হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই দুর্বৃত্ত ধারালো দা হাতে নিয়ে রাজিবকে ধাওয়া করে। এরপর তাকে কুপিয়ে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো পুরোপুরি জানা যায়নি।

এই নৃশংস হামলার ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *