“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বরিশালে ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন বরিশাল ও ফরমার ক্রিকেটার্স ক্লাব বরিশালের আয়োজনে জেলা আউটার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন: ডিআইজি বরিশাল রেঞ্জ মো. মঞ্জুর মোর্শেদ আলম,ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মোস্তফা জামান
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনার পর অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিসি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ সূচনা করেন।
উদ্বোধনী ম্যাচে দুই দলের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের দারুণ আনন্দ দেয়। এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট তারুণ্যের ক্রিকেট প্রতিভাকে একত্র করতে বিশেষ ভূমিকা রাখবে।
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”