ভোলার লালমোহন উপজেলায় একটি স্কুল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে একটি বিদেশি শটগান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগের মধ্যে গোপনভাবে রাখা শটগানটি উদ্ধার করে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, অস্ত্রের গায়ে একটি নাম্বার রয়েছে এবং সেই নাম্বারের মাধ্যমে অস্ত্রটির মালিকানা শনাক্ত করার চেষ্টা চলছে। এমনকি এই শটগানটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত হতে পারে, কারণ গত বছর বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, এটি কোন থানা থেকে লুট হওয়া অস্ত্রও হতে পারে।
এদিকে, লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “এছাড়াও এটা হতে পারে একটি ব্যক্তিগত মালিকানাধীন অস্ত্র, যার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে অস্ত্রটি স্কুল মাঠে ফেলে রাখা হয়েছে। আবার এটি অবৈধ অস্ত্রধারীরও হতে পারে। আমরা অস্ত্রটির মালিকানা শনাক্তের চেষ্টা করছি এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম