বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুষ্ঠিত মিছিল, স্লোগান বা ডিম ছোড়ার মতো ঘটনাগুলোর কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ড বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য ক্ষতিকর।
আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই, যত বাংলাদেশি শাখা বিদেশে রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন শত্রু ভাবাপন্ন মনোভাব বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
এছাড়া তিনি রাজনৈতিক অস্থিরতা দূর হলে বাংলাদেশে বিনিয়োগকারীরা আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। “রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি অনিশ্চয়তা চলছে, তবে শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে এবং দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে” বলে উল্লেখ করেন তিনি।
ভারতের প্রচারিত নেতিবাচক তথ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত চার মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে তারা এমন তথ্য প্রচার করছে, যার ফলে এটি মনে হচ্ছে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। এসব অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “বিদেশে আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ সত্য, তবে সব জায়গায় তা নয়। যেসব ক্ষেত্রে প্রবাসীদের হয়রানি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম