বেশ কয়েক বছর আগে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার মেধাবী অভিনেত্রী পার্নো মিত্রকে নিয়ে “বিলডাকিনি” নামের একটি ছবির ঘোষণা হয়। ছবির কাজও প্রায় শেষ হলেও, দীর্ঘ সময় ধরে মুক্তি পায়নি এটি। তবে অবশেষে ছবিটির পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ জানুয়ারি) ছবির মুক্তির তারিখ এবং পোস্টার উন্মোচন করা হয়। নির্মাতা ফজলুল কবীর তুহিন, যিনি নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, শুটিং স্পটে দাঁড়িয়ে পোস্টার উন্মোচন করেন। এই সময় জানানো হয় যে ছবিটি আগামী ২৪ জানুয়ারি দেশের সকল সিনেপ্লেক্সসহ আরও কিছু হলে মুক্তি পাবে।
ছবির পোস্টারে প্রধান চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি পার্নো মিত্রকেও দেখা গেছে। মোশাররফ করিম “বিলডাকিনি”-তে মানিক মাঝি চরিত্রে অভিনয় করেছেন, যিনি বাউলের সন্তান। অন্যদিকে, পার্নো মিত্র অভিনয় করেছেন গ্রামীণ নারী হানুফা চরিত্রে, যার গল্পই ছবির মূল কাহিনীর কেন্দ্রবিন্দু।
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, “‘বিলডাকিনি’ আমার একটি প্রিয় ছবি। এর প্রধান কারণ হচ্ছে, এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে এবং সমস্যা থেকে উত্তরণের কথা বলে। এটি মানুষকে অমানুষ হয়ে ওঠার বদলে মানুষ হওয়ার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক।”
নির্মাতা ফজলুল তুহিন বলেন, “এই ছবিটি একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প। চিরায়ত বাংলার রূপ এবং মানুষের চিরায়ত দুঃখও দর্শকরা দেখতে পাবেন।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এই ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁ, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম