বরিশালে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু ও প্রবীণ ব্যক্তিরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। তবে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগীর স্বজন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী: গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৫ জন। ডায়রিয়ার কারণে ভর্তি হয়েছেন ১৭৪ জন।
এ বছর এখন পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৪৭৪ জন এবং ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন ১,৭৯১ জন।
চিকিৎসকরা বলছেন, শীতের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা জরুরি। তারা আরও জানান:
1. শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
2. শীতের সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাবার গ্রহণে মনোযোগী হতে হবে।
3. উষ্ণ পোশাক পরিধান এবং গরম পানি পান করার অভ্যাস বজায় রাখতে হবে।
4. জনসমাগম এড়িয়ে চলা এবং সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
চিকিৎসকরা জনগণের প্রতি স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “শীতকালীন অসুখ-বিসুখ প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা এবং নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত জরুরি।”
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”