শিরোনাম

ভাবির সঙ্গে অনৈতিক সম্পর্ক: বাধা দেওয়ায় স্ত্রীসহ তিনজনকে পিটুনির অভিযোগ

Views: 2

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর অনৈতিক সম্পর্ক নিয়ে আপত্তি তোলায় স্ত্রীসহ পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্ত্রী।

জানা গেছে, ১২ বছর আগে বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের ইউনুস ফরিয়ার মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে পূর্ব রাংতা গ্রামের আবুল মোল্লার ছেলে রকিব মোল্লার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। তবে রকিবের ভাই প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী ও রকিবের মধ্যে অনৈতিক সম্পর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে তানজিলা আপত্তি তোলায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

পরে তানজিলা বাবার বাড়িতে আশ্রয় নেন। পরিস্থিতি মীমাংসার কথা বলে শুক্রবার রাত ৯টায় রকিবের বাড়িতে গেলে তানজিলা, তার চাচা শাহজাহান ফরিয়া এবং ভাইয়ের ছেলে আলামিনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তানজিলা ও আলামিন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা মোটরসাইকেল, নগদ টাকা এবং এটিএম কার্ডও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রকিব মোল্লা বলেন, “আমাদের যৌথ পরিবার। আমার ভাই মারা যাওয়ার পর তানজিলা আলাদা হওয়ার জন্য চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় সে রাগ করে চলে যায় এবং রাস্তায় তার পরিবারের লোকজন আমাকে মারধর করে। কারা তাদের ওপর হামলা করেছে, তা আমি জানি না।”

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, “অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মিল্টন মণ্ডলকে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *