শিরোনাম

রাত ৮টার পর বরিশাল বেলস্ পার্কে শিক্ষার্থীরা থাকতে পারবে না

Views: 5

বরিশাল নগরীর বেলস্ পার্কে রাত ৮টার পর কোনো স্কুল-কলেজের শিক্ষার্থী থাকতে পারবে না। যদি কেউ এই সময়ের পর সেখানে অবস্থান করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় একাধিক সদস্যের বক্তব্যের পর বেলস্ পার্কে অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা বাতিল করা হবে, এবং ইতিমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এদিকে, ডিসেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১১৯টি অপরাধ সংঘটিত হয়েছে, যার মধ্যে ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, খুন, সিঁধেল চুরি, চুরি, নারী নির্যাতন, মাদকদ্রব্য এবং অন্যান্য অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। জেলার ১০ উপজেলায় ১৬৫টি অপরাধ ঘটেছে, এর মধ্যে ধর্ষণ, নারী নির্যাতন, মাদকদ্রব্য, খুন, চুরি ও ডাকাতি ঘটনারও উল্লেখ রয়েছে।

এ সময় সভায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *