ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা নিধন অব্যাহত রয়েছে, যা ইলিশ উৎপাদন হুমকির মুখে ফেলেছে। প্রশাসন ও মৎস্য বিভাগের দিনরাতের অভিযানের পরও জাটকা ধরা এবং বিক্রি বন্ধ হচ্ছে না। নিষিদ্ধ জালে ধরা এই ছোট ইলিশের পোনা নদীর পাড়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে, যা সোজাসুজি আইন ভঙ্গ করছে।
ভোলার শিবপুর মাছঘাটে সম্প্রতি দেখা গেছে, জাটকা বিক্রি করছে একাধিক ব্যাপারী। ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা জাটকা একটি ঝুড়িতে সাজানো হয়েছে, যেগুলো আইন অনুযায়ী ধরা এবং বিক্রি নিষিদ্ধ। সাধারণত, এসব পোনা ধরা ও বেচাকেনার জন্য কঠোর শাস্তি নির্ধারিত রয়েছে। তবে, বিক্রি চলছে প্রতি হালি ১০০ থেকে ১১০ টাকায়, যা কয়েক মাস পরে অনেক বেশি দামে বিক্রি হতে পারে। এর ফলে, ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এছাড়া, মৎস্য বিভাগের ঘাট পাহারাদারের উপস্থিতিতেও জাটকা ধরা এবং বিক্রির ঘটনা ঘটছে। কয়েকটি নৌকা ও ট্রলার মেঘনা নদী থেকে এসে জাটকা নিয়ে তীরে ভিড়ছে এবং সেগুলো আড়তে নিয়ে যাচ্ছিল। তবে, ইলিশ সম্পদ রক্ষা প্রকল্পের কর্মকর্তাদের আসার খবর পেয়ে জাটকা বিক্রি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু কর্মকর্তাদের চলে যাওয়ার পর আবারও তা শুরু হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত অভিযান চালালেও জাটকা ধরা বন্ধ করা যাচ্ছে না। ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য সচেতনতামূলক প্রচারণা এবং অভিযানের পাশাপাশি, আইন প্রয়োগ আরও কঠোর করার কথা জানানো হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহাবুবুর রহমান জানান, জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে আরও অভিযান চালানো হবে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, নদী অবৈধ দখলমুক্ত করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তবে, জাটকা ধরার জন্য মৎস্যজীবীরা অনেক সময় পরিবার চালানোর জন্য বাধ্য হয়ে এই কাজ করছেন বলে দাবি করেছেন।
বর্তমানে, মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ভোলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন। কিন্তু, অবৈধ জাটকা ধরা ও বিক্রি বন্ধ না হওয়ায়, এই লক্ষ্য পূরণে বড় বাধা সৃষ্টি হতে পারে। সরকার এবং মৎস্য বিভাগের পাশাপাশি, সবার সহযোগিতা প্রয়োজন যাতে ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং আগামীতে এই সম্পদ আমাদের সামনে থাকতে পারে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম