সীমান্ত উত্তেজনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে। ১৩ জানুয়ারি, সোমবার, ভারতীয় গণমাধ্যম এশিয়াননেট এ তথ্য প্রকাশ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত সাউথ ব্লকে ১৩ জানুয়ারি দুপুর ২টায় বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মো. নুরুল ইসলামকে তলব করা হয়েছিল। সেখানে তাকে সীমান্ত নিরাপত্তা এবং বেড়া দেওয়ার বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত দুই দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সমস্ত প্রটোকল এবং চুক্তি পালন করছে। ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ভারত তার সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে কাঁটাতারের বেড়া, সীমান্ত আলোর ব্যবস্থা, প্রযুক্তিগত ডিভাইস এবং গবাদি পশুর জন্য বেড়া স্থাপন করেছে। এই সব ব্যবস্থা দিয়ে ভারত তার সীমান্তকে অপরাধমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম