শিরোনাম

বরিশালে প্রতি কার্যদিবসে ২ মেট্রিক টন ওএমএস চাল সরবরাহ:খাদ্য উপদেষ্টা

Views: 10

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন যে, বরিশাল জেলার উপজেলায় প্রতি কার্যদিবসে ২ মেট্রিক টন ওএমএস (ওপেন মার্কেট সেল) চাল সরবরাহ করা হচ্ছে। তিনি এসব তথ্য সোমবার (১৩ জানুয়ারি) বরিশাল নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “প্রয়োজন হলে এই পরিমাণ আরও বাড়ানো হবে। বাজারের ওপর চাপ কমলে চালের বাজারও স্থিতিশীল হয়ে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে।” তিনি আরও জানান, বরিশাল অঞ্চলে আমন ধানের মৌসুমে দেরি হলেও নির্ধারিত সময়ের মধ্যেই আমন সংগ্রহ সম্পন্ন হবে এবং অতীতে যেসব ক্ষেত্রে সফলতা পেয়েছে, সেগুলো বজায় রাখা হবে।

তিনি জানান, বর্তমানে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে, তবে তা সরকারি গুদামে সংরক্ষণের উদ্দেশ্যে নয়। বাজারের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে। “এখনই সরকারি গুদামের জন্য লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা নেই। তবে কৃষকরা যদি আমাদের কাছে চাল বিক্রি করতে চান, আমরা তা গ্রহণ করব,” বলেন খাদ্য উপদেষ্টা।

আলোচনা সভা শেষে আলী ইমাম মজুমদার বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল বিভাগের কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *