শিরোনাম

ফের ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা

Views: 6

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ে ফের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এ কারণে শীতজনিত রোগের সংখ্যা বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, বাতাসের আর্দ্রতা দাঁড়িয়েছে শতকরা ৯৯ ভাগে। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ।

গত সোমবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এ ওঠানামায় শীতজনিত সমস্যাগুলি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য সমস্যা বাড়ছে। তাদের আয়-রোজগার হ্রাস পাওয়ার পাশাপাশি, কাজে যেতে না পারার কারণে ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক ও দিনমজুররা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের মতে, শীতের কারণে তাপমাত্রা ওঠানামা করছে, এবং এই মেঘলা দিনে কুয়াশার সাথে ঠান্ডা বাতাসও রয়েছে। আবার রোদ উঠলেও সকালে কনকনে শীত হাড় কাঁপাচ্ছে। ফলে পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, “দুদিন তাপমাত্রা বাড়ার পর আজ আবার তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করছি। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *