শিরোনাম

বরিশালে ঘরের মাঠে বিপিএল না হওয়ায় ক্রীড়াপ্রেমীদের হতাশা

Views: 12

ক্রিকেটের প্রতি বরিশালবাসীর উন্মাদনা অসীম। তবে এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সময়, ফরচুন বরিশাল অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও, ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে না। এই কারণে বরিশালবাসী দুঃখিত ও হতাশ। বরিশালের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অচল থাকায় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা নিজেদের মাঠে বিপিএল খেলা দেখতে পারছেন না।

বরিশালের ক্রীড়াপ্রেমী আশিকুজ্জামান বলেন, “যদি আমাদের মাঠে ফরচুন বরিশালের ম্যাচ আয়োজন করা যেত, তাহলে স্থানীয় তরুণ খেলোয়াড়রা আরও অনুপ্রাণিত হতো। মাঠে খেলা দেখার আনন্দ আলাদা।”

প্রশিক্ষণরত নতুন ক্রিকেটার ফরহান আহমেদ বলেন, “বরিশালের সমর্থন আমাদের শক্তি। তাদের ভালোবাসা আমাদের আরও বেশি প্রেরণা দেয়। মাঠে খেলার সুযোগ না পেলেও, আমরা সবাই একসঙ্গে জিততে চাই।”

আরেক ক্রিকেটার আরিফ হোসেন বলেন, “ফরচুন বরিশালের হয়ে খেলা মানে এক স্বপ্ন। বরিশালবাসীর ভালোবাসায় অটুট বিশ্বাস রেখে আমরা শুধু জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি।”

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, “বরিশালের স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার সংস্কৃতি এবং নতুন প্রতিভার বিকাশের জন্য খেলা আয়োজনের কোনো বিকল্প নেই।”

যদিও মাঠে খেলা দেখতে না পারলেও, বরিশালবাসী প্রিয় দলের জয় উদযাপনে কমতি রাখছে না। ফরচুন বরিশালের রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর শহর জুড়ে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে পড়ে। ৬ ও ৭ জানুয়ারির দুই ম্যাচে জয় পাওয়ার পর উদ্দীপনা আরও বেড়ে যায়।

নগরীর বিভিন্ন স্থানে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। কোথাও খিচুরি পার্টি, কোথাও বারবিকিউ আয়োজন করে সমর্থকরা খেলার আনন্দ উদযাপন করেছেন। বিএম কলেজের শিক্ষার্থী ফয়সাল বারী বলেন, “বরিশালে ক্রিকেট মানেই অন্যরকম এক আবেগ। ফরচুন বরিশালের খেলা হলে গোটা শহর জেগে ওঠে।”

নিউটন নামের এক ব্যবসায়ী জানান, “আমার প্রজেক্টর ভাড়া নিয়ে নগরীতে কাড়াকাড়ি পড়েছে। বিপিএলের দিনগুলোতে সাউন্ড সিস্টেম ও প্রজেক্টরের ভাড়া নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করতে হচ্ছে।”

বরিশাল জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম জানান, “স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুতই শেষ করার চেষ্টা চলছে। এটি শেষ হলে আমরা বিপিএলসহ আন্তর্জাতিক মানের খেলাগুলো আয়োজন করতে পারব।”

বরিশালবাসী আশা করে, স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ হবে এবং ঘরের মাঠে জাতীয় ও আন্তর্জাতিক খেলাগুলোর আয়োজন হবে। ক্রীড়াঙ্গনে বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের দ্রুত পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন ক্রীড়ামোদীরা।

ফরচুন বরিশালের উজ্জ্বল পারফরম্যান্স, সমর্থকদের ভালোবাসা এবং স্টেডিয়াম উন্নয়নের স্বপ্ন মিলিয়ে বরিশালে একটি নতুন ক্রীড়াযুগের সূচনা হবে, এটাই বরিশালের প্রত্যাশা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *