শিরোনাম

বরিশালে ২৪৫ বছরের পুরোনো মারবেল মেলা

Views: 8

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২৪৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে মেলার আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও মেলায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন, শুধু আগৈলঝাড়া নয়, পাশের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষও এতে যোগ দেন।

মেলা কমিটির সভাপতি নির্মল মণ্ডল জানান, ২৪৫ বছর আগে রামানন্দের আঁক গ্রামের সোনাই চাঁদের বিয়ের পর শ্বশুরবাড়ির একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা শুরু করেন। পরবর্তীতে এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ওই স্থানে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈষ্ণব সেবা, নবান্ন উৎসব এবং মারবেল মেলার আয়োজন করা হতে থাকে।

এ বছরেও মেলা উপলক্ষে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, কবিগান ও মারবেল খেলার আসর বসে। বিশেষত, মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে ৫০ কেজি চাল, আখের গুড়, নারকেলসহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি নবান্নের আয়োজন। এই মেলা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত।

প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত মারবেল খেলা এবং দোকানপাট মেলার অন্যতম প্রধান আকর্ষণ। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মারবেল বিক্রেতা ত্রিমুখী গ্রামের প্রদীপ বল্লভ জানান, প্রতি বছর এ দিনটি বিশেষ করে মারবেল বিক্রির জন্য অপেক্ষা করেন। এবার বেচাকেনা ভালো হচ্ছে। একশত পিস মারবেল ২০ টাকায় বিক্রি করছেন তিনি।

মেলায় শিশু, কিশোর, কিশোরী, যুবক-যুবতী সহ বিভিন্ন বয়সী মানুষ মারবেল খেলার আনন্দে মেতে ওঠেন। বাকাল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র মিরাজ ফকির বলেন, “আমি সারাবছর টাকা জমিয়েছি যাতে মারবেল খেলার জন্য মেলায় আসতে পারি।”

এছাড়া, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, মেলা উপলক্ষে আগত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন আগেই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। অনেকেই দূরদূরান্ত থেকে মেলায় অংশ নিতে আসেন, তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *