জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোন সময়ে অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেন তিনি। গোয়েন লুইস বলেন, “বছরের মাঝে অথবা শেষে নির্বাচন হবে, এটি সরকারের এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত হবে। আমরা নির্বাচন সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে নির্বাচনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তার জন্য বাংলাদেশ সরকার আবেদন করেছে। আমরা সহায়তা কীভাবে দেওয়া যায়, তা দেখতে ঢাকায় জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করব।”
এছাড়া, গোয়েন লুইস জানান, জাতিসংঘের সহায়ক দল ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং আগামী বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে নির্বাচনী বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করার জন্য প্রতিনিধি দল যাবে। এরপর তারা তাদের প্রতিবেদন জমা দেবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম