শিরোনাম

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

Views: 7

আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এই বৈঠকের পর, ঘোষণাপত্রে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে এক প্রেস কনফারেন্সে এসব মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, “বিএনপি, জামায়াত এবং অন্যান্য সব অভ্যুত্থানকারী শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত হলেও, এতে কী কী বিষয় থাকবে, তা নিয়ে এখনও একমত হওয়া সম্ভব হয়নি।” তিনি আশা প্রকাশ করেন, আগামী বৃহস্পতিবারের বৈঠকে সকল রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

এসময়, জাতীয় পার্টি এবং বাম দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে করা এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, “জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার, তবে আমরা এখনও তাদের বৈঠকে ডাকি নি, তাই তাদের সঙ্গে ঘোষণাপত্র নিয়ে আলোচনা করার যৌক্তিকতা অনুভব করছি না। বাম দলগুলোর অনেক সংগঠন রয়েছে, তবে যেসব দল গণঅভ্যুত্থানে সহায়তা করেছে, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং আরও হবে।”

জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা, এ বিষয়ে তিনি বলেন, “সরকারের দিক থেকে এই ঘোষণাপত্রের ভিত্তিতে একটি লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করার পর্যালোচনা চলছে। এটি আরও আগে করা উচিত ছিল, তবে জনগণের মতামতের পরই এটি চূড়ান্ত করা হবে। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টি গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনীর ওপর নির্ভর করবে।” তিনি আরও জানান, “যারা নির্বাচনে জয়ী হবে, তারা গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে এই ঘোষণাপত্র ধারণ করে জনগণের কাছে যাবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *