শিরোনাম

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল ৪ কমিশন

Views: 7

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন, পুলিশ, দুর্নীতি এবং সংবিধান সংক্রান্ত চারটি বড় সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিশনগুলো। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রস্তাব জমা দেন কমিশন প্রধানরা।

জমা দেওয়া কমিশনগুলোর বিস্তারিত

১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন: নেতৃত্বে ড. বদিউল আলম মজুমদার।
২. পুলিশ প্রশাসন সংস্কার কমিশন: নেতৃত্বে সরফরাজ হোসেন।
৩. দুর্নীতি দমন কমিশন: নেতৃত্বে ড. ইফতেখারুজ্জামান, টিআইবি।
4. সংবিধান সংস্কার কমিশন: নেতৃত্বে ড. আলী রিয়াজ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক।

সরকারের পরিকল্পনা

প্রতিবেদনগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই এই সংলাপ শুরু হতে পারে।

একক রূপরেখার প্রত্যাশা

প্রতিবেদনগুলো যাচাই করে সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হলে একটি সমন্বিত রূপরেখা উঠে আসবে, যা দেশের বর্তমান পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনের ঘোষণা

বিকেল ৩টায় সরকার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *