আজকাল অপরিচিত নম্বর থেকে ফোন আসা অস্বাভাবিক নয়। তবে এসব কলের পেছনে লুকিয়ে থাকতে পারে বিপদের ইঙ্গিত। স্প্যাম, রোবোকল, বা প্রমোশনাল কলের সংখ্যা দিন দিন বাড়ছে। এসবের মাধ্যমে প্রতারণা চক্র সাধারণ মানুষকে প্রতিদিন বিপদে ফেলছে।
অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন রিসিভ করে মানুষ লোনের প্রস্তাব, চাকরির অফার, বা অন্য কোনো প্রলোভনে ফেঁসে যান। কিছু ক্ষেত্রে এসব কল সরাসরি প্রতারণার উদ্দেশ্যে করা হয়।
অপরিচিত কল থেকে বাঁচার উপায়
১. কান্ট্রি কোডে নজর দিন
যদি কোনো ফোন নম্বরে +৯১ (ভারত) ছাড়া অন্য কোনো কোড দেখেন, তবে সেই কল এড়িয়ে যান। সন্দেহজনক কোনো নম্বর থেকে কল এলে ভুলেও কল ব্যাক করবেন না।
২. বিশেষ নম্বর থেকে সাবধান
কিছু নম্বর প্রথম দেখাতেই সন্দেহজনক মনে হতে পারে। এসব নম্বর থেকে আসা কল এড়িয়ে চলুন।
৩. ট্রু কলার ব্যবহার করুন
ট্রু কলার একটি কার্যকরী অ্যাপ যা অপরিচিত নম্বর শনাক্ত করতে সাহায্য করে। যদি নম্বরটি স্প্যাম হয়, তাহলে এটি আপনাকে সতর্ক করবে। প্রয়োজনে সেই নম্বর ব্লক বা রিপোর্ট করুন।
৪. সতর্কতার সঙ্গে কল রিসিভ করুন
সব সময় অপরিচিত কল এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তাই কল রিসিভ করার আগে নম্বর যাচাই করুন।
সাইবার নিরাপত্তা নিশ্চিত করুন
অপরিচিত কল রিসিভ করার সময় কোনো ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না। সন্দেহজনক কোনো প্রস্তাব পেলে দ্রুত তা এড়িয়ে চলুন।
নিয়মিত সতর্কতা এবং সঠিক প্রযুক্তির ব্যবহার আপনাকে এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে পারে।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম