শিরোনাম

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামীর মৃত্যু

Views: 8

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তনি তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেগঘন সেই পোস্টে তনি লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”

 

তনির পোস্টের কমেন্টে অনেকেই তাদের সমবেদনা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “আল্লাহ পাক বেহেশত নসীব করুন আমীন। তোমাকে আল্লাহ শোক সহ্য করার ক্ষমতা দিক। আমি তোমার ভালোবাসাটা ফিল করতাম সব সময়। তুমি খুব ভালো থেকো আপু, আমীন।”

শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদে যান তনি। পরে শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেন। যদিও তাদের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটাক্ষের শিকার হন তনি। তবে এসবের সাহসিকতার সঙ্গে জবাব দিয়েছেন তিনি।

রোবাইয়াত ফাতিমা তনি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *