পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের ঝাউতলা সংলগ্ন ভাসমান চা ও পানের দোকান এবং রিকশাচালকদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলা সমন্বয়ক তোফাজ্জেল হোসাইন, সজিবুল ইসলাম সালমান, সাইয়েদা রুসদা, রিফায়েত কবির খান রাইয়ান সাকেরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তীব্র শীতে শীতবস্ত্র হিসাবে কম্বল পেয়ে খুশি হন অসহায় ও গরীব মানুষরা। শীতবস্ত্র বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “তীব্র শীতে ভোগান্তিতে থাকা পটুয়াখালীর অসহায় মানুষদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। দেশের মানুষের জন্য, তাদের কল্যাণে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ভবিষ্যতেও দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব।”