শিরোনাম

আন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐকমত্যে ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে: আইন উপদেষ্টা

Views: 5

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে সরকার। তবে এর বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর নির্ভর করবে।

এদিন সকালে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন-এই চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়।

আইন উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে, ন্যূনতম সংস্কার করা হবে নাকি বিস্তৃত সংস্কার করা হবে। যদি ন্যূনতম সংস্কারে ঐকমত্য হয়, তবে কোন সুপারিশগুলো প্রাধান্য পাবে তা চিহ্নিত করা হবে।

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন যে, সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের পুরো কাজ অন্তর্বর্তী সরকার সম্পন্ন করবে।

এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন হবে। তিনি আশা করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এবং সেদিকে সকল অংশীজন গুরুত্ব দেবেন।

তিনি আরো জানান, কমিশনগুলোর স্বাধীনভাবে কাজ করার পর, প্রতিবেদনগুলো জমা দেয়া হয়েছে এবং আগামী ৩১ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।

এদিকে, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তির জন্য জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিকগুলো বাস্তবায়ন হবে, এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *