প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া হবে। তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
আজ (১৫ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের সদস্যরা সংস্কার প্রতিবেদনটি হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, “এটা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। বহুবিধ কমিটি তৈরি হয়েছে, প্রতিবেদন প্রকাশ হয়েছে, কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা অন্যান্য সকলের তুলনায় অনেক উচ্চতর।”
প্রধান উপদেষ্টা আরও জানান, “আমরা একটি ধ্বংসপ্রাপ্ত জাতি থেকে পুনরুত্থান করেছি, এবং আজকের এই প্রতিবেদন সেটি উদযাপন করছে। এটি আমাদের দেশ এবং জাতির জন্য এক বড় ঘটনা।” তিনি বলেন, “এখন যে প্রতিবেদনগুলো আমরা হাতে পেয়েছি, তা আমাদের দেশের ভবিষ্যৎ চর্চা হিসেবে গুরুত্বপূর্ণ হবে, এবং এটি কেউ অস্বীকার করতে পারবে না।”
তিনি আরও যোগ করেন, “আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এ কাঠামো তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম কমিশনকে। আজকের এই প্রতিবেদন আমাদের সেই স্বপ্নের এক নতুন অধ্যায় শুরু করছে। এটি শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। প্রতিবেদনটি আমাদের সবার সঙ্গে আলোচনা শুরুর রসদ তৈরি করেছে, যাতে আমরা জানতে পারি, এই অঙ্গীকারগুলো পূর্ণ হচ্ছে কিনা এবং সবাই এতে সায় দেয় কিনা।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম