জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান, যিনি ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিত ঘটনায় আলোচিত ছিলেন, অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে ৩ দিনের রিমান্ডে আছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার (১৫ জানুয়ারি) রাতে এই রিমান্ড মঞ্জুর করেন।
মতিউর রহমানকে বুধবার বিকেলে আদালতে হাজির করা হয়। অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া তার ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং তার রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
দুপুরে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে দুদক জানায়, লায়লা কানিজ ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এর সাথে অন্য কারো involvement রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া তার অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদেরও অনুসন্ধান করা হবে।
গতকাল, ১৪ জানুয়ারি, মতিউর রহমান ও লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগেও ২০০৪, ২০০৮, ২০১৩ এবং ২০২১ সালে দুদক মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করেছিল।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম