নতুন বাংলাদেশের রূপরেখা তৈরির উদ্দেশ্যে সংস্কার কমিশনের চার্টারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই চার্টার হবে জাতির গণঅভ্যুত্থানের সনদ এবং ঐকমত্যের ভিত্তিতে এটি বাস্তবায়ন করা হবে।
আজ বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাঁদের প্রতিবেদন হস্তান্তর করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন (দুদক), এবং পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্ভুক্ত।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আজকের এই আনুষ্ঠানিকতা শুধুমাত্র একটি প্রতিবেদন হস্তান্তর নয়, এটি জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই ঘটনাটি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।” তিনি আরও যোগ করেন, “এটি একটি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনর্জাগরণের সূচনা, যা নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
ড. ইউনূস উল্লেখ করেন যে, এই চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে এবং এটি জাতীয় ঐক্যের একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, “নির্বাচন এই চার্টারের একটি অংশ। কিন্তু চার্টার বাস্তবায়নে ঐকমত্য ছাড়া জাতির স্বপ্ন পূরণ সম্ভব নয়। এটি দলীয় বিষয় নয়; বরং জাতির সার্বিক উন্নয়ন এবং ঐক্যের প্রতীক।”
প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনারা জাতির জন্য স্বপ্ন দেখেছেন এবং তার রূপরেখা তুলে ধরেছেন। এই রূপরেখার ভিত্তিতে আমরা সবার মতামত নিয়ে কাজ করব। এটি কোনো বাহ্যিক চাপ নয়, বরং জাতির অভ্যন্তরীণ চাহিদার প্রতিফলন।”
ড. ইউনূস বলেন, “এই চার্টার বাংলাদেশের জাতীয় প্রতিজ্ঞার অংশ হয়ে থাকবে। ভবিষ্যৎ সরকারগুলোও যেন এই চার্টারকে অগ্রাধিকার দেয় এবং এটি বাস্তবায়নে কাজ করে, তা নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “এই চার্টার হবে নতুন বাংলাদেশের একটি সংবিধান। এটি মানুষের স্বপ্ন এবং গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে থাকবে। জাতির প্রতিটি সদস্য এই স্বপ্নের অংশীদার হবে, যা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।”
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম