“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে এক ব্যতিক্রমী নারী হকি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে পটুয়াখালী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারুণ্যই আগামী দিনের বাংলাদেশ। তরুণ নারীরা খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। তাদের এই প্রতিভাকে বিকশিত করতে প্রয়োজন উৎসাহ ও সহযোগিতা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো. সাকিব উল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব মো. গোলাম রহমান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।
নারী শিক্ষার্থীদের এই অংশগ্রহণ নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত দিয়েছেন আয়োজকরা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম