শিরোনাম

মোশাররফ ভাই’র সাথে কাজ করতে মুখিয়ে থাকি: জাকিয়া বারী মম

Views: 7

বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় শিল্পী মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম। সম্প্রতি তারা আবারও একত্রিত হয়েছেন, ভিকি জাহিদ পরিচালিত ওয়েব ফিল্ম *‘অন্ধকারের গান’* এ। এই ওয়েব ফিল্মটি বিঞ্জ প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়েছে এবং এর শেষ দৃশ্যে স্ক্রিন শেয়ার করেছেন মম ও মোশাররফ করিম।

মম বলেন, “আমি যখনই মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, নতুন কিছু শেখার অভিজ্ঞতা হয়। তার সাথে প্রতিটি কাজই অসাধারণ হয়ে থাকে। এবারের কাজটিও তার ব্যতিক্রম ছিল না। সত্যি বলতে, আমি ওনার সাথে বারবার কাজ করার আশা করি। তিনি একজন অসাধারণ সহশিল্পী।”*

এফটিভি ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’এ মম অভিনয় করেছেন রুমালি চরিত্রে, যিনি একজন গ্রামের সহজ সরল গৃহবধূ। তার এই চরিত্রটি নিয়ে মম ব্যাপক প্রশংসা পাচ্ছেন। তিনি বলেন, “রুমালি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা সমৃদ্ধ ছিল। আমি এর আগে বিঞ্জের সাথে কাজ করেছি এবং ভিকি জাহিদ নিঃসন্দেহে একজন প্রতিভাবান পরিচালক। এই প্রজেক্টটি আমার অভিনয় ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।”

গল্পে রুমালি তার ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়ির সাথে গ্রামে থাকে। সেখানেই শুরু হয় একটি রহস্যময় ঘটনা, যেখানে তার স্বামী মুকুল শহরে কাজ করতে গিয়ে এক রহস্যময় সম্পর্ক তৈরি করে। তবে গল্পের শেষ দৃশ্যের টুইস্ট পুরো কাহিনীকেই একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়।

বর্তমানে মম বিভিন্ন নাটক এবং অন্যান্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলা অভিনয় শিল্পের পুনরুদ্ধারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, *“আমাদের শিল্প একটি অস্থায়ী মন্দার সম্মুখীন হয়েছিল। তবে খুব দ্রুতই আবার ট্র্যাকে ফিরে এসেছে। আমি নিশ্চিত যে আমরা শীঘ্রই দর্শকদের কাছে ভালো কাজ নিয়ে হাজির হবো।”

এছাড়া, ৮ জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম *‘অন্ধকারের গান’* এ তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *