ভোলার বোরহানউদ্দিনে কথিত এক জ্বীনের বাদশাকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ছাত্রদল নেতা রাজিব ও জিহাদকে গ্রেফতার করেছে।
১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে বোরহানউদ্দিন থানার পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি রাতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি মেস থেকে পুলিশ দুই ছাত্রদল নেতাকে আটক করে এবং ভুক্তভোগী মো. আকবর আলীকে উদ্ধার করেন। রাজিব, যিনি সরকারি আব্দুল জব্বার কলেজ শাখার ছাত্রদল সভাপতি, এবং মো. জিহাদ সহ আরও দুই ছাত্রদল নেতা—মো. তানজিল হোসেন ও শাকিব খান এই ঘটনায় জড়িত বলে জানা গেছে।
ভুক্তভোগী আকবর আলী কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। পেশায় তিনি অটোরিকশা চালক হলেও স্থানীয়ভাবে তিনি “জ্বীনের বাদশা” হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, আকবর আলী একটি জ্বীনের ব্যবসা পরিচালনা করতেন, যা তার অপহরণের মূল কারণ হতে পারে।
জানা গেছে, আকবর আলী ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন রাজিবের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অপহরণ করে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের মেসে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেন। আকবরের পরিবার পুলিশে অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, ফলে আকবরকে উদ্ধার করা হয় এবং দুই ছাত্রদল নেতা আটক হন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তিপণের জন্য টাকা আদায়ের প্রস্তাব চলছিল, তবে টাকার পরিমাণ কম হওয়ায় মুক্তিপণ চুক্তি হয়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা থানায় এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন, তবে পুলিশ তাদেরও আটক করে। পরবর্তীতে, দুই ছাত্রদল নেতাকে পুলিশ পাহারায় ভোলা সদর থানায় নিয়ে যাওয়া হয়।
মামলার পর, ১৪ জানুয়ারি তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম