শিরোনাম

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে আ’লীগকে পুনর্বাসনের অভিযোগ

Views: 6

ঝালকাঠিতে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং তাদের অফিসে অগ্নিসংযোগকারীদের ছত্রছায়া রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি খোদ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এসব নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৪ আগস্টের লগি-বৈঠার মিছিলে অংশগ্রহণকারীরা এখন নিজেদের বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। মাঝে মাঝে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ওপর চড়াও হতে দেখা যাচ্ছে, ফলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। রফিকুল ইসলাম জামাল বিভিন্ন সভা ও কর্মিসভায় অংশ নিয়ে দলের শৃঙ্খলা নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৬ নভেম্বর কাঁঠালিয়া উপজেলা পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির সুধী সভায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম সিকদার, জাতীয় পার্টির (জেপি) উপজেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আকন গেন্দু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেবা রাণী মণ্ডলসহ আরও বেশ কিছু আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম জামাল এ সভায় নেতৃত্ব দেন। এছাড়া, ৭ সেপ্টেম্বর ধানমন্ডির স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একাধিক চিঠি পাঠিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর জানান, তারা শুধুমাত্র দাওয়াত পেয়ে সভায় অংশ নিয়েছেন, এবং রফিকুল ইসলামের এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিছু নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দিয়েছে।

রফিকুল ইসলাম জামাল এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “এমন প্রোগ্রামে অংশ নেয়া এবং আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করা দুটি আলাদা বিষয়। আমি শুধু অনুষ্ঠানে অংশ নিয়েছি, আর কর্মী সভায় অংশ নেয়া মানে কাউকে পুনর্বাসন করা নয়।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *