শিরোনাম

সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন

Views: 6

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে, যার সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে বরিশালে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল, এবং তিনি পূর্বে রংপুরের আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ছিলেন। গত বছরের ১৩ নভেম্বর, ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৪ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, আলেপ উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার আওতায় ১৩ নভেম্বর ২০২৪ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *