বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত বেইলি ব্রিজটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংস্কারের পরও ব্রিজটির পাটাতনগুলো মরিচা ধরে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
এ বেইলি ব্রিজটি ৩৫ বছর আগে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে নির্মিত হয়েছিল। দীর্ঘদিনের ব্যবহার ও সংস্কারের অভাবে ব্রিজটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। গর্তগুলোতে পড়েই প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের জন্য এটি ব্যাপক ঝুঁকি তৈরি করছে।
স্থানীয়রা জানান, সেতুতে রাতের আঁধারে কোনো আলোর ব্যবস্থা না থাকায় ভ্যানগাড়ি, ইজিবাইক, মোটরসাইকেল এবং সাধারণ মানুষ ভাঙা অংশে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ছাড়া, বহু শিক্ষার্থী এবং শিক্ষক সেতুটি দিয়ে স্কুলে যাতায়াত করেন, তবে সংস্কারের অভাবে তাদের জীবন এখন বিপদের সম্মুখীন।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক বলেন, “সেতুটির সংস্কার না হলে কোমলমতি শিক্ষার্থীরা কীভাবে এ সেতুর ওপর দিয়ে চলাচল করবে?”
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, “সেতুটি সংস্কারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম