বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যার মাধ্যমে ‘বাঙালি’ জাতি শব্দটি বিলুপ্ত করে ‘বাংলাদেশি’ পরিচয়কে প্রতিষ্ঠিত করার প্রস্তাব করা হয়েছে। কমিশন দাবি করেছে যে, বর্তমান সংবিধানের অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বলে যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে নাগরিকদের ‘বাংলাদেশি’ হিসেবে পরিচিত করা হবে।
১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই সুপারিশের মধ্যে উল্লেখ করা হয়েছে, সংবিধানের প্রতিটি জায়গায় ‘প্রজাতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দগুলির পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ব্যবহার করার প্রস্তাব। তবে, ইংরেজি সংস্করণে ‘রিপাবলিক’ এবং ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শব্দগুলো অপরিবর্তিত থাকবে।
এছাড়া, বর্তমানে দেশের সংবিধানে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ উল্লেখ করা হলেও, সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে এটি পরিবর্তন করে ‘জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি’ লেখা হবে।
এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করার সুপারিশ করা হয়েছে, যা দেশের আইনি কাঠামোতে একটি বড় পরিবর্তন হতে পারে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম