বিপিএল ২০২৫ এর ঢাকা ও সিলেট পর্ব শেষ হওয়ার পর এখন চট্টগ্রাম পর্বের দিকে নজর রাখা হচ্ছে। তবে বিপিএল-এর রাজশাহী দল, যাদের মধ্যে দেশি ও বিদেশি ক্রিকেটাররা অংশ নিচ্ছেন, এখনো পর্যন্ত তাদের পারিশ্রমিক পাননি। এর ফলে বুধবার সকাল ১০টায় চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। কিন্তু, বিসিবি সভাপতি ফারুক আহমেদের আশ্বাসে আবারও ক্রিকেটাররা ম্যাচ খেলতে রাজি হয়েছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম কিস্তির টাকা নির্ধারিত সময়ে না দেওয়ায় রাজশাহীর ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। এর ওপর গত দু’দিন অনুশীলন না করার পেছনে মূল কারণ ছিল, ক্রিকেটারদের সম্মানীর ২৫ শতাংশ চেক বাউন্স হয়ে যাওয়া। এরপর বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করে তাদের আশ্বস্ত করেন, যার ফলে তারা ম্যাচ খেলতে সম্মত হন।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল, বিশেষ করে তাদের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে বিসিবি সভাপতির আশ্বাস সত্ত্বেও, রাজশাহীর ক্রিকেটাররা কবে নাগাদ তাদের পারিশ্রমিক পাবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, দলটির মালিক পক্ষের কেউ এখনো খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেননি। তবে, দলের এক কর্মকর্তা জানায়, মালিকের স্ত্রী বলের আঘাতে আহত হয়ে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন, যার কারণে পারিশ্রমিক নগদ করা সম্ভব হচ্ছে না। তবে, মালিক অপারেশন্স ম্যানেজারকে বলেছেন, দেশে ফিরে ক্রিকেটারদের নগদ টাকা দেওয়া হবে।
এই পরিস্থিতিতে রাজশাহী দলের ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ কিছু হতাশা প্রকাশ করলেও, বিসিবি সভাপতি আশ্বস্ত করার পর তাদের মনোভাব কিছুটা স্বস্তিতে ফিরেছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম