বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরি এবং দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১৪ জানুয়ারি মঙ্গলবার, ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি’র পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, ‘বঙ্গবন্ধু আবাসিক হল’র পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং ‘শেখ হাসিনা হল’র নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল’ লেখা ব্যানার টানানো হয়।
এ ঘটনার পর শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যের কাছে একটি স্মারকলিপি পেশ করেন, যাতে ৭ কার্যদিবসের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সাহেদ জানান, এই নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরেই উঠেছিল। বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’, ‘বঙ্গবন্ধু আবাসিক হল’ এবং ‘শেখ হাসিনা হল’ নামগুলি পরিবর্তন করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু অফিসিয়ালভাবে নাম পরিবর্তন না হওয়ায় শিক্ষার্থীরা নিজেরাই এসব নাম বদলে ব্যানার টানানোর পদক্ষেপ নেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছে এবং বিকালে তারা স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, “ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দীর্ঘ ৬ মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও বিভিন্ন ভবনের নাম ফ্যাসিস্টদের নামে রয়েছে।” শিক্ষার্থীরা দাবি করেছেন, এই নামগুলো দ্রুত সিন্ডিকেট সভায় আলোচনা করে পরিবর্তন করা উচিত।
উপ-উপাচার্য আরো জানান, সিন্ডিকেট সভায় নাম পরিবর্তন বিষয়ে আলোচনা হবে এবং যদি এটি জরুরি হয়, তবে উপাচার্য সিন্ডিকেট সভা আহ্বান করে বিষয়টি সমাধান করতে পারেন।
শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, তাদের দাবির মধ্যে রয়েছে বঙ্গমাতা হলের নাম পরিবর্তন করে ‘শহীদ নাফিসা হল’ অথবা ‘শহীদ রিয়া গোপ হল’ করার প্রস্তাব।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম