শিরোনাম

বগা সেতু: দক্ষিণাঞ্চলের লাখো মানুষের স্বপ্ন

Views: 7

পটুয়াখালীর লোহালিয়া নদীর বগা পয়েন্টে একটি সেতুর অভাবে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১৬ লাখ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। ফেরি ও ট্রলারে পারাপারে সময় অপচয় এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী বগা ফেরি দিয়ে পারাপার করে জেলা, বিভাগ ও রাজধানীতে যায়। কিন্তু এই ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। এ ছাড়া, ট্রলারে নদী পারাপারেও যাত্রীরা নানামুখী ভোগান্তির মুখে পড়েন।

বগায় সেতু নির্মাণের দাবিটি বহুদিনের। এই সেতু নির্মিত হলে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের সরাসরি সংযোগ সহজ হবে এবং কৃষিপণ্য দ্রুত পরিবহন সম্ভব হবে। কালাইয়া ও কালিশুরি বন্দর থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে যায়। কিন্তু সেতু না থাকায় পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে।

এক বাস চালক জানান, “রাতের যাত্রায় ফেরির জন্য তিন-চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় জরুরি রোগী থাকলেও দ্রুত পারাপার সম্ভব হয় না। সেতুটি হলে আমাদের এই কষ্ট দূর হবে।”

এক যাত্রী বলেন, “আমাদের কৃষিপণ্য পচে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। সেতু নির্মাণ হলে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হবে।”

জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন জানান, “বগায় নবম বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে, এবং দ্রুত ডিপিটি প্রণয়ন শুরু হবে। অনুমোদনের পর দ্রুত কাজ শুরু হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *