শিরোনাম

পটুয়াখালীতে আজহারীর মাহফিল: স্যানিটেশন ব্যবস্থা শক্তিশালী করতে প্রস্তুত ১২০০ অস্থায়ী টয়লেট

Views: 7

পটুয়াখালীতে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর আগমনকে কেন্দ্র করে ২৫ জানুয়ারি জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ সমবেত হওয়ার আশঙ্কা রয়েছে। এই মাহফিলের জন্য প্রায় ছয় লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন। এ বিশাল জনসমাগমের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে তৈরি করা হচ্ছে ১২০০ অস্থায়ী টয়লেট।

আয়োজকরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, পটুয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে মূল মাঠের পাশে ৪০০টি প্রসাবখানা এবং ২০০টি টয়লেট স্থাপন করা হবে। একইভাবে, সোনালী ব্যাংক মোড়ে ২০০টি প্রসাবখানা ও ১০০টি টয়লেট এবং ফোর লেন সড়কের বিটাইপ রাস্তার মোড়ে ২০০টি প্রসাবখানা ও ৫০টি টয়লেট স্থাপন করা হবে। এসব টয়লেটের পাশাপাশি, অনুষ্ঠানস্থলের আশপাশে আরও অস্থায়ী এবং ভ্রাম্যমাণ টয়লেটও বসানো হবে।

নারীদের সুবিধার জন্য লতিফ স্কুল এবং আব্দুল হাই বিদ্যানিকেতনের প্যান্ডেলে অস্থায়ীভাবে ৫০টি টয়লেট স্থাপন করা হচ্ছে। এর পাশাপাশি, বিদ্যালয়ের বিদ্যমান টয়লেট ব্যবহারের সুযোগও দেওয়া হবে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান ঢাকা পোস্টকে জানিয়েছেন, “আমরা আশা করছি, মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষ্যে বিশাল সংখ্যক মানুষের আগমন ঘটবে এবং তাদের স্যানিটেশনের সুবিধার্থে এই ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, সকলের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারব।”

এ মাহফিলটি আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী তথা বরিশাল বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে, যেখানে মিজানুর রহমান আজহারী সশরীরে উপস্থিত থেকে আলোচনা করবেন। এই মাহফিলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *