শিরোনাম

সর্বদলীয় সংলাপে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক নেতৃবৃন্দ

Views: 4

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সর্বদলীয় সংলাপ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সংলাপের প্রস্তুতি হিসেবে বিকেল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হতে শুরু করেন।

বিকাল সাড়ে তিনটার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলটির একমাত্র প্রতিনিধি হিসেবে সংলাপে যোগ দিতে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।” বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্রমঞ্চ, খেলাফত মজলিস, গণপরিষদ এবং গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দও ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল রাতে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংলাপের আয়োজন করেছে। রাত সোয়া আটটার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আগামী ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *