Views: 65
বরিশাল অফিস : বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিভিন্নখালে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার চায়না দুয়ারী ও ভেসাল জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। জব্দকৃত জাল ওইদিন দুপুরে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বসে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, থানার এসআই মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।