অবিশ্বাস্য হলেও এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দৃশ্যটা এমনই। ওডিআই বিশ্বকাপের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে বিশ্বের অন্যতম বড় ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দুই জায়ান্টের লড়াই ছাপিয়ে নেটদুনিয়ায় ভাইরাল এখন ফাঁকা আহমেদাবাদের গ্যালারির ছবি।
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে শোনা গিয়েছিল, উদ্বোধনী ম্যাচের টিকিট সব বিক্রি না হওয়ায় দর্শক ভরাতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করছে সেখানকার কর্তৃপক্ষ। এই কাজে তাদের সাহায্য করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এর স্থানীয় নেতারা।
জানা গিয়েছিল, ওয়ার্ড পর্যায়ের এসব নেতারা নাকি আগেই নিজ নিজ এলাকার নারীদের তালিকা করে রেখেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বিজেপির ওয়ার্ড পর্যায়ের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়ার পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছেন। যদিও খেলা শুরুর পর গ্যালারিতে বিশেষ এই সমর্থকদেরও দেখা মেলেনি।